e-Copyright Launched to Protect Intellectual Property Rights
কপিরাইট অফিসের সংক্ষিপ্ত পরিচিতি
সৃজনশীল ব্যক্তি তাঁর মেধা প্রয়োগ করে যা কিছু সৃজন করেন তাই মেধাসম্পদ। মেধাসম্পদের মালিকানা নিবন্ধনের লক্ষ্যে কপিরাইট অফিস ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। কপিরাইট অফিস একটি আধা-বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এর কার্যাবলী কপিরাইট আইন-২০০০ (২০০৫ সালে সংশোধিত) ও কপিরাইট বিধিমালা ২০০৬ মোতাবেক পরিচালিত হয়। এ অফিস যে প্রধান ৪টি কাজ করে থাকে তা হল : ১) সৃজশীল মেধাস্বত্বের কপিরাইট রেজিস্ট্রেশন প্রদান ; ২) আপিল মামলা নিষ্পত্তিতে কপিরাইট বোর্ডকে সহায়তা প্রদান ; ৩) পাইরেসি বন্ধকরণে টাস্কফোর্স অভিযান পরিচালনা ও ৪) World Intellectual Property Organization, WIPO এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন।
কপিরাইট অফিস সাহিত্যকর্ম, নাট্যকর্ম, সংগীতকর্ম, রেকর্ডকর্ম, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়ককর্ম, বেতার সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার, কম্পিউটার-সফটওয়্যারকর্ম ইত্যাদি নিবন্ধন করে থাকে। মেধাসম্পদের আর্থিক অধিকার হস্তান্তরযোগ্য। কপিরাইট নিবন্ধন করা হলে সৃজন কর্মের নৈতিক ও আর্থিক অধিকার অর্থাৎ মালিকানা সংরক্ষণ সহজ হয়। কপিরাইট নিবন্ধন আইনানুযায়ী বাধ্যতামূলক না হলেও, সৃজন কর্মের মালিকানা নিয়ে আইনগত জটিলতা দেখা দিলে ‘কপিরাইট নিবন্ধন সনদ’ প্রমাণপত্র হিসেবে বিজ্ঞ আদালতে ব্যবহৃত হতে পারে। কপিরাইট অফিস বাংলাদেশ সর্বদা আন্তরিক সেবা প্রদান করে থাকে।
কপিরাইট অফিসটি জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁও, ঢাকা এ অবস্থিত। কপিরাইট অফিসের সাথে ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.copyrightoffice.gov.bd; Facebook ID : copyrightoffice; ফোন : +৮৮-০২-৮১৮১৪৩৭, ফ্যাক্স : ৮১৪৪৮৯৫; Helpline : ০১৫১১-৪৪০০৪৪ মারফৎ যোগাযোগ করা যায়। হেল্পডেস্ক ও হেল্পলাইনটি অফিস চলাকালে সর্বক্ষণ উন্মুক্ত থাকে।
কপিরাইট অফিস একটি দেওয়ানী আদালতের সমমর্যাদা সম্পূর্ণ প্রতিষ্ঠান।
এর প্রধান কাজ হচ্ছে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সৃজনশীল ব্যক্তিবর্গ কর্তৃক প্রণীত/রচিত সৃজনশীল কর্মসমূহের কপিরাইট রেজিস্ট্রেশন এবং সনদ প্রদান, রেজিস্ট্রিকৃত কর্মসমূহের নমুনা সংরক্ষণ, এতদসংক্রান্ত- সকল ধরনের পাইরেসি রোধকরণসহ কপিরাইট সংক্রান- বিরোধসমূহ নিষ্পত্তিকরণ।
কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত) এর বিধান দ্বারা কপিরাইট অফিস পরিচালিত হয়। কপিরাইট আইনে সংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিবর্গের জন্য দেওয়ানী এবং ফৌজদারী উভয় ধরণের প্রতিকারের বিধান রাখা হয়েছে।
কপিরাইট অফিস কর্তৃক নিম্নরূপভাবে নাগরিক সেবা প্রদান করা হয়।
সৃজনশীল কর্মসমূহ-সাহিত্য, নাট্য, কম্পিউটার সফটওয়্যার, সংগীত, শিল্প, স্হাপত্য, চলচ্চিত্র, ধারণ এবং সমপ্রচার কর্মসমূহের কপিরাইট সনদ প্রদান।
কপিরাইট সনদ প্রাপ্তির জন্য সরকার নির্ধারিত ফি এর ট্রেজারী চালানের কপি, সৃজনশীল কর্মের ০২ (দুই) কপি নমুনাসহ নির্ধারিত ফরমে (ফরম-২) ০৩ (তিন) কপি আবেদন দাখিল করতে হয়।
কপিরাইট সনদ প্রদানের জন্য নূন্যতম ৩১ দিন সময় প্রয়োজন। কারণ কপিরাইট আইন-২০০০ এবং কপিরাইট রুলস ২০০৬ এর ৪ (৪) বিধি মোতাবেক কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত- যে কোন কর্মের বিষয়ে আবেদন প্রাপ্তির পর বর্ণিত কর্মের বিষয়ে আপত্তির সুযোগ প্রদানের জন্য ৩০ দিন অপেক্ষা করতে হয়।